আমার হৃদ ভরা তারা আকাশের বুকে
তোমার হাতে রাত্রি নামে
প্রান্তরের ঘাসে শিশির জমে।
মানুষ এখন প্রচুর ব্যথা পাই
যে ব্যথা বোধ হয় মাইলের মহা শূন্যতা
ঠিক সেরকমই ব্যথা পাই এখন
এর মধ্যে সমপরিমাণ ব্যথা আমিও পেয়ে থাকি।
বিভিন্ন সাহিত্যিক হৃদয় জুড়ে ব্যথার কাহিনী লেখেন
আর সেখানে আমরা সামান্য লেখার অনুপ্রেরণা জোগায় , নিজের চোখের কোঠরে বিষের শিশির ঢেলে রাত্রি জাগি নীরব ব্যথায়।


বহু পুরুষের হৃদয় পুড়ে গেছে
কিন্তু আমার হৃদয় কখনো পুড়তে চাই না!
যে হৃদয়ে নক্ষত্রের জল রাত্রির শিশির বিন্দু হয়ে ঝরে পড়ে সেই হৃদয় কি কখনো পুড়তে পারে ?