নিজেকে ভালোবাসা দিলে
হারিয়ে যাওয়া মেঘের দুয়ারে ,তাঁকে ভয় পাওয়া নয়।
হাতের সভ্যতা বিবর্তন রেখা
বিষ দাঁত দমিয়ে রাখে
যাকে দগ্ধতা বলে , তা কিছু নয়
ভালোবাসা যাকে মৃত্যু দিতে পারে না
আগুন যাকে পোড়াতে পারে না
তেমন মানুষ কেউ থাকে না !


ভালোবাসা কাকে বলে ?
হারিয়ে যাওয়া কাকে বলে ?
যদি এমনটা হত সময়ের হাত ধরে
যতটা মনকে মাড়িয়ে যাওয়া যায়
তেমনটা ব্যর্থতার পূর্বাভাস আসে না
গোপনে ধারণ করা শিখতে হয়।


মুছে যাওয়া স্মৃতিচিহ্নের পাতা খালি
মরুভূমির শুকিয়ে যাওয়া অতীত
পিছে ডাকে কেন !
যাকে দগ্ধতা বলে , তা কিছু নয়
সময় এসে সমস্তকিছুকে কেড়ে নিয়ে যায়
এক অশ্রুলালিত পুত্তলিকায়।।