সমুদ্র জন্ম থেকে পুড়ছি নিকোটিনের আগুনে
শামুকের খোলকে ভালোবাসা সাজিয়ে।
অজস্র জন্ম ধরে জ্বলছি দাবানলের আগুনে
হৃদয়ের কারাগারে কালকুটের সাগরে।


ভালোবাসা নেই ভালোলাগা নেই
মৃত্যুদন্ড: এই নশ্বর পৃথিবীতে পুরোটাই তোমাকে চাওয়া
একবার যদি আমার আঁখিতে চোখ রাখতে তবে
অন্য কোথাও আর চোখ রাখতে পারতে না!
পুরোটা জীবন ধরে প্রান্তরে প্রান্তরে আমার দুটি চোখকেই খুঁজতে।
যদি তুমি একবার আমার চোখে চোখ রাখতে
তবে তুমি অন্য কারো চোখে চোখ রাখার স্বাধ থাকতো না।


এই ভালোবাসা'গুলো ঘর বোঝে না
শুধু হৃদয়ের গভীরে আগুন ধরাতে পারে
আর পারে ছাই করে দিতে জীবন।
কত ঘর ভেঙে গেল কত মানুষ অমানুষ হ'ল তাঁর খোঁজ কেউ রাখে না!
পথের মোড়ে হঠাৎ যদি তোমার চোখে চোখ পড়ে যেত তবে তুমি অন্য কারো চোখে চোখ রাখার সাহজ পেতে না।


যে ভালবাসা ঘর বোঝে না
বোঝে শুধু অভিমান - সেই ভালোবাসা'গুলোই মানুষ চেনে না - চেনে শুধু আগন্তুক।