জানালা দিয়ে বাইরের আকাশ দেখছি
সেই আগের স্বাধীনতা সুখ নেই মনের ভিতর
সেই আগের মেয়েটি আগের মতো নেই এখন
সে ও প্রেমিকা হয়েছে কোনো এ যুবকের
শহরের পথে পথে তাঁদের যাওয়া আসা প্রতিনিয়তই দেখছি আর অনুভব করছি।


একটি ছেঁড়া পাতা নিয়ে সুদীর্ঘ পথ পারি দিতে
আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল একটি নাম না জানা হলুদ ডানার পাখি
সে ও বাঁচতে চাই পৃথিবীতে তাঁরও বাঁচার অধিকার আসে
তাই বলে প্রেমিকার অনুরোধে সে পাখিটিকে ধরতে যাওয়া ভুল প্রেমিকের !!


না আর বাঁচার স্বাধীনতা নেই কোথাও
ঘড়ি তার নিচের গতিতে বহমান
নদীর স্রোতের বিপরীতে মন ভেসে যায় হকচকিয়ে
কেউ খোঁজ রাখে না অজানা দুঃখের।
এরি নাম জীবন আর এরি নাম বেঁচে থাকা বলে বোধহয়।