যে কবিতার জন্ম হয়নি কখনো
সেসব কবিতাই লিখতে চাই এখন
কবিতার প্রতিটি লাইনে জীবন্ত পালকের ঘ্রাণ
মানুষের মুখচাপা অধিকার সবই উঠে আসবে
আর উঠে আসবে ছদ্মবেশী মানুষগুলোর মন।


জন্ম: আমরা দিনে দিনে বেড়ে উঠছি, তোমরা আমাকে উপেক্ষা করো না !
মৃত্যু: আমরা মৃত্যু চাই না আরো দীর্ঘ সময় এই পৃথিবীকে বুঝে নিতে হবে এখন থেকে।


মানুষের কাছে অনেক প্রশ্ন আছে !
পৃথিবীর কাছেও অনেক প্রশ্ন আছে !
তবে আমি প্রশ্ন করেই গেলাম
কিন্তু উত্তরের আশায় বুক ফোলায়
যেমন ভাবে মাছেদের পটকা ফুলে ওঠে
তেমন।


যে কবিতার জন্ম হয়নি মানুষের হাতে
কিংবা কোনো শিশুর হাসিতে
আসলে সেসব কবিতায় নয় !
এটি একটি মৃত্যু সৃষ্টি করার পথ
সেসব পথে একবার পা দিলেই মৃত্যু।


যেসব কবিতার জন্ম হয়নি কলমের কালিতে
সেসব কবিতা একদিন জন্ম নেবে মানুষের হাড়ের ভিতরের শুষ্ক রক্তের প্রণালীতে
আমি কবিতা'র নাম উল্টে তাবিক দিয়েছি
যেটা মানুষের রক্তে লেখা হবে নতুন পৃথিবীয়।।