আজ যে কথাটি ভাবছি
সেই কথাটি বহুদূরে
যতটা পথ হেঁটে পাড়ি দেওয়া যায়
ঠিক তাঁর চেয়েও বহুদূরে কথাটি
একটা কাল্পনিক জগৎ বেড়ে উঠছে
নিদারুণ অভিমানের বীজ বুকে ছড়িয়ে।


পোড়া ইটের বসতবাড়ি
হাতের রেখা ভালোবাসার সূচনাতে
কোনো এক মেঘের মতো মেয়েকে ডাক পাঠায়
হেমন্তের আগমনে।
যাচ্ছি দূরে সে প্রেম বহুদূর
মানুষের কথা ভেবে ভেবে
আজ যে কথাটি বলা খুবই প্রয়োজন
সে কথাটি বলতে পারছিনা
একটা নির্দিষ্ট বরাদ্দ কারণের জন্য.....!