মানুষের জন্য চলার পথ নেই
যে পথ ঘর চেনে না
সে পথের নাগরিক আমি।
অত্যন্ত উঁচু স্বর্গীয় দেবতার চরণে পূজার ফুল
নির্মল মনোকামনা উজ্জ্বল নক্ষত্র জীবনী।


বনফুল চাওয়া অশুভ
অযথা পথ ভুলে দুর্নাম ভূমি
অমৃতভাষী মানুষের কৃত্রিম ভালোবাসা
যে পথ ঘর চেনে না
সেদিকে এগিয়ে যায় ক্রমাগত বিশুদ্ধ নিয়মে।


চোখের জল অসৎ সূত্রে দার্শনিক
উচ্ছলতা নেই লম্পট জীবনে
এই নশ্বর পৃথিবীতে পুরোটাই অবাধ স্বার্থপর
বিরহের চরিত্রে সবাই বাস্তব শয়তান।


যে পথ ঘর চেনে না
যাযাবরের মতো এ জীবন চঞ্চল
হৃদের ভাষা যেখানে থাকে না
অগণ্য ব্যবধানে শোনা যায় সেখানে অক্ষচ্ছেদ টানাটানি।