ঘর ছাড়া শূন্য হৃদয়
যেমন ভাবে শূন্য থাকে হৃদয়ের মহাসমুদ্রের জল
তেমন ভাবে শূন্য করে
ডুব দিতে হয় উদাসীন হাওয়ার ঘরে।


বিষণ্ণ সন্ধ্যার ভালোবাসা
চোখে মুখে ঠোঁটে আত্মহারা আধুনিক সংশয়
আদতে কতটা ভালবাসি তাঁকে !
কতটা আগলে রাখি হৃদয়ের মাঝে !


আমার চেতনার অগ্রভাগে অদ্ভুত কুড়ি বছর
এভাবেই ফুরিয়ে গেল।
ফুরিয়ে গেল জীবন থেকে।


নৌকার পালে জীবন বদ্ধ
জীবন বদ্ধ হাতের রেখায়।


জীবন যেরকম তেমনি হৃদয়ের ভাষা
পোড়াতে মন জ্বালাতে ঘর!
যে ভয়ে রাত্রি কাটে চন্দ্রের পথে
প্রাণের অনাবৃষ্টি পথিক কুড়িয়ে আনে
প্রেমের একটুকরো আর্তনাদ


পথের মিছিলে পা যায় থেমে
তোমাকে খুঁজতে গিয়ে অজস্র জন্ম ধরে
পৃথিবীর নক্ষত্রের জীবনে অন্ধকার গাঢ়
সেখানে দুঃখ আর মৃত্যু।