আমার জীবন নামক নৌকা চলে
মনেরই আঁকে বাঁকে।
কত খুশি কত হাসি ঠাট্টা সবই একদিন ধুলোয় মিশে যাবে!
আর মাটিতে মিশে যাবে এ দেহ
জীবনের পাখিটি উড়ে যাবে একদিন বদ্ধ খাঁচা ত্যাগ করে।
পারিনা কখনো তাঁকে আটকে রাখতে
কিন্তু একসময় তাকে আটকে রাখার চেষ্টা ছিল করুন।
হয়তো অজস্র জন্ম ধরে হাঁটছি আমি পৃথিবীর পথে
কিন্তু যেদিকেই যায় সেদিকেই শুধু গাঢ় ঘন অন্ধকার ঘনিয়ে আসে।
একটি লেজ লম্বা হলুদ পাখির মতো উড়ে যাওয়া মনের আকাশে
চেয়ে চেয়ে বৃষ্টি আসে কালো মেঘ ঘনিয়ে
মুষলধারে বৃষ্টি নামে বুকের বঞ্চিত বঞ্চনা মুছে দিতে
ঘাসেদের বুকেও ছিল বেদনা যা ধুয়ে গেল বৃষ্টি ও অনুতিক্ত চোখের জল নিঙরে নিঙরে।