জীবনে বড় হওয়া চাই
জীবনের সাফল্য আনা চাই একমাত্র কর্তব্য।
জীবনের বয়স বাড়ে একটি একটি করে দিন শেষ হয়ে আসে
আয়ু ফুরোই কথা ফুরোই মানুষ ফুরোই।
উড়ে যায় রঙবেরঙের স্বপ্ন
মৃত্যু এগিয়ে আসে খাতা খুলতে চাই জীর্ণ অতীত
হারিয়ে যায় বন্ধু হারিয়ে যায় সঙ্গী।
এই চলার পথ বোঝা বড় শক্ত
তাই মানুষের মতো মানুষ হতে চাই
ঘুমের মধ্যেও থেকে নতুন পৃথিবীর জন্য রেখে দিতে চাই সবকিছু।