এই যে দীর্ঘ পথ
যেখান দিয়ে আমি রোজ হেঁটে যায়
সবই একদিন শেষ হবে
সমস্ত কিছুই একদিন স্থিরতা পাবে
এই কারণেই সব নিজের গতিতে চঞ্চল
আর চঞ্চল দুটি আঁখি।
সব কিছুই মান্যতা পাবে
শেষ অধ্যায়ের পাতায়
আর সব কিছুই ধুলিসাৎ হবে
আমার হাতের রেখায়।
সমস্ত স্মৃতি বিজড়িত হবে শহীদ মিনারের ফুলের তোড়ায়
আমার চোখের নদী বেয়ে ঝরে পড়বে হিমালয়ের সমস্ত বরফের টুকরো গুলো।