জীবনের কবিতার জন্ম অজস্র জন্ম আগে
পৃথিবীর সমস্ত পথে অনুভবে হেঁটে গেছি আমি।


কবিতার জন্ম হয়েছে হবারি কথা
যুদ্ধের ভিতর থেকেও জীবিত হয়েছি আমরা
মৃত্যুকে স্পর্শ করে...
ভাসমান হৃদয়ের আলোতে।


বাংলার বাঘিদের চোখে পলায়ন রাত্রি
অপ্রতুল পলকহীন খাঁটি চোখের বেদনা
বলতে পারো নতুন রাজপথ তৈরিতে যতবার রোলার চালানো হয় ঠিক তার শতগুণ বেশি রোলার চালানো হয়েছে আমার চোখ থেকে বুকের মধ্যিখানে।
আমার পুরো শরীর জুড়ে রাস্তা তৈরি হয়েছে দাবানলের।


আকাশ থেকে খসে যাওয়া রাতের তারার বেদনা পরিসীমা নেই অনশ্বর অভিজ্ঞতা উত্তীর্ণ প্রস্থান।


জীবনের কবিতার জন্ম সমস্ত ও সত্য প্রেমিকের বুকের রক্ত দিয়ে
শ্রেয়সির নারীর উপমা দিয়ে সমস্ত কিছু জয় করা যায়
এইসব আগামী নতুন নিথর কবির দেহের মতো। কুঁড়িফোঁটা গাছের নিচে আমাদের আসা যাওয়া
তবু মনে হয় এতকাল আমরা সবই ভুল করেছি হৃদয়ের মিলামিশা।।