আমার সারাটা শরীর জুড়ে শূন্যস্থান
বিচ্ছন্ন নিস্তব্ধতার বিষাদের রোদ্দুর।
সাদা কালো মনের আড়ালে
নীল মেঘেরা উঁকি মারে
কখনো রাতের শেষে আবার কখনো মাঝরাতে,
কে ছিল তোমার প্রিয়জন!
কেউ কি ছিল তোমার মনের সিন্দুক
জানিনা আমি কিছুই আর জানতেই বা চাই না কখনো:-
কোনো একদিন চৈএমাসের উষ্ণ রোদে
জ্বালিয়ে পুড়িয়ে দেবো আমার সমস্ত দুঃখগুলো,
তারপর একাকী নির্জনে ফিরিবো ঘরে
নখের ভিতর থেকে আকাশ জাগিয়া উঠিবে
আমার বিরহে।