কে তুমি মহিয়সী নারী ?
অসময়ের বৃষ্টিতে ভিজে চোখ থেকে অনেক দূরে ছিটকে পড়েছি
কেন এত দুঃখ কেন এত ছাড়াছাড়ি
হাজার বেদনার পুনর্জন্মে আমার প্রিয় মানুষটির সঙ্গে ব্যবধান মাইলের পর মাইল।
এই শহরের এত কাছাকাছি থেকেও চেনা যায় না কিংবা বোঝা যায় না কতটা আপন কিংবা পর !


আলোক সীমানা ছাড়িয়ে আমি নিত্যনৈমিত্তিক চঞ্চল বেদনা
সুচের আঘাতের থেকেও বেশি দামী একটি দুঃখের বিষয় হচ্ছে এই পৃথিবীর বিপরীতের সাথে সম্পর্ক ছিন্ন করে দূরে চলে যাওয়া।
দূরে চলে যাওয়া যতটা ঘৃণা করো আমাকে তাঁর চেয়েও দূরে চলে যাওয়া বুঝি এটাকেই বলে !
ধুলোয় মিশে প্রতিটি শিরা উপশিরার রক্ত
বিশুদ্ধ সরোবর পেরিয়ে ধ্রুববিন্দুর পথ ধরে হেঁটে এসে জীবিত হয়েছে শুষ্ক হৃদয়ের গহ্বরে ।