ঘুর্নায়মান মানচিত্রের পৃথিবীতে আমাদের বসবাস
আকাশ নীল, মানুষের হৃদয়ও নীল
কখনও তোমাকে পাইনি বলে মেয়ে
হৃদয় শুধুই যেন ছিন্ন ভিন্ন চিল।


কালো ডায়েরির মতো জীবনের অধ্যায়
আর তাঁরই ওপারে তোমায় দেখি
সুপ্রাচীন সভ্যতার শতাব্দী তিলোত্তমা নগরী তোমার অপেক্ষায় আজও কাটে প্রহর


তোমাকে পাইনি বলে মেয়ে
বসন্তের ফুল আজও ফোটে না গাছের ডালে ডালে
পাখিরা সব গানের সুর হারায়
কিংবা তারিখের শিরোনাম বদলায়
তোমার চোখের অপলক ইশারাতে


জীবনের আয়না ভেঙে গেল
কালো ডায়েরির আঘাতে
আলপিনের আত্মজীবনী জুড়ে
প্রেমিক খুনের গ্রেপ্তারি নাগরিক হয়ে
মিথ্যা উপন্যাসের ভূমিকায় অবতীর্ণ হও তুমি
বিষাদের মেরুদন্ডে রাত্রি কাটিয়ে ।
বুকের ভেতর সাহারার তীব্র সংকট
প্রবল শৈত্য প্রবাহে
এরই মধ্য কোথাও উধাও অতীত চিঠি
তবুও তুমি রয়ে গেছো কালো ডায়েরির ওপারেতে।।