মন আমার ভীষণ আর্দ্র
চোখের মেঘ দিয়ে বৃষ্টি ঝড়ে
দুঃখ আমার বারো মাস
ওত পেতে বসে।
দেখা হওয়া এখনো অনেক বাকি
এটাই যদি হয় কখনো প্রিয়
তবে দিনের শেষে আমায় তুমি
একটু খানিও আপন করে নিও।
সময়ের রাত্রি কালো প্রহর আঁকে
পরিশ্রমের চেহারার ছাপে
তবে যদি তাই হয় মনে রেখো তুমি
সুন্দর আমিও ছিলাম পৃথিবী কিন্তু নয়!!
এটা কোনোটাই গল্প নয়
যদিও সবুজ ছায়ার নীচে পাখিদের বাস
যেখানে মায়াভরা রাতজাগা শহর
পাহাড়ী নদীর ঝর্ণার মুগ্ধতার বাঁকে।