নীরবে ঝরছে কার্ত্তিকের  শিশির,
কুয়াশা ঘেরা আবছা সকালে ;
এ যেন পরিস্ফুট ইতিবৃত্ত।
ডাকসাইটে কাহিনীর উপন্যাস
নক্ষত্রের বুকে জীবিত হয়;
সূর্য - নক্ষত্র - রাত্রি সুপ্রিয় সভ্যতা।
কাটেনি আজো তাহা,সঞ্চালিত পথে-
আদিকাল নারী শিক্ষা দিতে গিয়ে;
ক্ষমতার মৃত্যুর মূল্য দিতে হয়।
এ আকাশ, বাতাস সংকল্প
আরো বেশি আছে শতাব্দীর মানুষ;
জাগিয়া প্রহর অক্ষুন্ন হৃদয়ে।
আপ্রাণ প্রচেষ্টা দিয়ে - হিম জাগে হৃদয়ে
নিজেকে আরো বেশি চিনে নিয়ে;
এ উৎসাহ প্রেমের উজ্জ্বল নীল গহ্বরে
আশার আলো আলোকের পথে।
ভরসা দিতে কার্ত্তিকের মেঘে,
শরীরে হলুদ পালকের ডানায়;
কঠিন উৎসাহ জাগিয়ে - নীল নদের বুকে।
আমাদের পথে চলার ভঙ্গি,
কার্ত্তিকের ছায়াপথ নীল হয়ে
আজ এই ১৪২৮ বঙ্গাব্দে।।