কাঠগোলাপ প্রেমিকা হতে চাই --
আমার।
কিন্তু লাল গোলাপ দেওয়া মেয়েটিকে কি জবাব দেবো আমি !! সেও তো প্রেমিকা হতে চাই আমার।
কাঠগোলাপ থেকে লাল গোলাপ - এই ভালোবাসা
কাকে দেবো জীবনের উপহার !!
আমি কবিতার কারাগারে বন্দী হয়েছি বিনিদ্র রজনী হতে
ফুল ফোটা প্রহরে প্রহরে।
কাঠগোলাপ প্রেমিকা হতে চাই --
আমার।
আমার প্রেমিকার জন্য অসংখ্য ফুল ভালোবাসা হয়েছে। কয়েকটি লাল গোলাপ শুকিয়ে গেছে মুখে ঠোঁটে হাতে এমনকি বুকে।
বুকের ভিতর কাঠগোলাপের শূন্যতা - সে মেয়েটি লাল গোলাপ নিয়ে বললো আমাকে - সে আমার প্রেমিকা হতে চাই - কোনো উত্তর না দিয়ে আমি তাঁকে ফিরিয়ে দিলাম সাগরের স্রোতের ফিরে যাওয়ার মতো করে।


আমার একটা প্রেমিকা ছিল ধ্রুবতারায়
কিংবা নক্ষত্রের বুকে জোনাকির পূর্ণিমা রাতে।
আজও কাঠগোলাপ, লাল গোলাপ দিতে পারিনা তাঁকে! যেন গ্রেপ্তার হয়ে গেছি আমি তাঁর চোখে অজস্র জন্ম ধরে।
পৃথিবীর অর্ধেক পথে হেঁটে এসেছি আমি
তবুও তোমার সীমানার দিকে পা বাড়াতে পারি না এখনো।


কাঠগোলাপ প্রেমিকা হতে চাই --
আমার।
একটি ভালোবাসায় নামে নীল বেদনা মাপি
হৃদয়ের চোঙা দিয়ে।
কয়েকটি অনুভব আর কয়েকটি উপমা দিয়ে আমি সকলের দূরে সরিয়ে রাখতে চেয়েছি
সমস্ত হারিয়ে যাওয়ার চরম অসুখে !!