দিনগুলো চলে যায়
রাতগুলো বয়ে যায়
দক্ষিণা বাতাস এসে
দোলা দেয় সবুজ ঘাসে।
জরাজীর্ণ ডায়েরির পাতায়
থাকে উপন্যাস আমার লেখা
অতীতের সেই দিনগুলি
স্মৃতি হয়ে রয়ে যায়।
বিরহের কলমে লেখা
যতসব কবিতা
রয়ে যায় অজানা হয়ে
স্মৃতির বেদনার পাতায়।
ধূলো ওড়া পথের বাঁকে
থাকে ছাপ আমার পায়ের!
নীল খামের চিঠি গুলি
উড়ে যায় বাতাস এসে।
খামখেয়ালী অবুঝ মনে
থাকে আশা চোখের কালিতে,
দূরে ওই প্রান্তরে
ওড়ে ঘুড়ি নীল আকাশে।
হৃদয়ের ডায়েরিতে
লেখা হয় লাল কালিতে
আলেয়ার আলো এসে
পুড়ে যায় একপলকে।।
২৫/০৪/২১


    ++++++--------++++++++++-------------++++++++++++
    বিরহ বেদনার কবি-অভিজিৎ হালদার
    প্রকৃতি বিরহ বেদনার কলম-অভিজিৎ হালদার
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++