কিছু তো নেই রুদ্র শরীরে জীবিত স্বপ্ন নিয়ে
আজ যে আলোর শিখা
কাল সে আলেয়ার দিশা।


অভিনয় ভাবনার আলেখ্য দ্বীপ
দ্রবীভূত হৃদয়ের পদার্থে জমে আছে কালজয়ী পরাজয়।
বলবো না আমি পাসওয়ার্ড নিয়ম
শুধু এমনি করেই বাজবে বাঁশি গানের সুরে
ভিজবে চোখ অমৃত বেদনার চরম সুখে।
এই যে চূর্ণ বিচূর্ণ অতীতের মহত্ব
থাকবে এভাবেই ।


যাওয়া আসা শামুকের দাঁতাল মুখ
ক্রমাগত শুকনো পাতায় জীবাশ্মের সন্ধান মিলিয়ে
মৌচাকের সূত্রের নিয়মে ব্যগ্র বিমূঢ় হৃদতা।