কবিতা লেখা হয়নি বহুদিন
কাদের জন্য লিখবো !
তারাতো সবাই মৃতজীবী।


মানুষের কথা ভেবে সমাজের কথা ভেবে
এগিয়ে আসলাম পরিস্ফুট হৃদয়ে
কাগজে মোড়া পৃথিবী দেওয়ালে ছাপ
মৃত্যু বিংশতি নারী চলে আসে এখানে
পুরুষের হৃদয়ান্ত বিত্তালিকা করতে।


কবিতা লেখা হয়নি ভাষা হারানোর ভয়ে
ভালোবাসার কথা লেখা হয়নি মর্যাদা না দেওয়ার ভয়ে !
কাছে আসা হয়নি ছাড়তে না পারার জন্য !
তবে কেন এ কবিতা লেখা
তবে কেন ভালোবাসা !
কেনোই তবে এই বেঁচে থাকা
রং বদলের দুনিয়ায় অসহায়ত্ব পীড়নে।