জানি না তুমি কবিতা ভালোবাসা নাকি
ঘুমের মধ্যেও এই কবিতা জীবিত থাকে
প্রতিটি লেখার শব্দ জীবিত থাকে প্রেমিক প্রেমিকার হাতে।
তুমি কবিতা পড়ো কি না জানি না !
তবুও আমার কবিতা তোমাকে লক্ষ্য করে
আমার মৃত চোখ তোমায় দেখতে পায়
তুমি কি আমাকে দেখতে পাও হৃদয়ের শূন্যতাতে!


এই কবিতা চির সত্য
এই বেঁচে থাকা চির সত্য
একদিন মৃত্যু হবে এও চির সত্য জানি
তবুও তোমাকে না বলা কথা চির সত্য হবে কি না জানি না! সত্যের পথ কঠিন!
তুমি পেরিয়ে যাও আমার চোখের স্বপ্নের সীমানাগুলো
আর পেরিয়ে যাও আমার মন।


তুমি কবিতা ভালোবাসো কি তা জানি না !
কেমন কবিতা ভালোবাসো তুমি!
নাকি কবিতা ভালোবাসো না তুমি!
হয়তো ঘৃণা করো আমাকে আমার লেখা কবিতাকে?
তুমি বলো কবিতা এমন হয় যে কবিতার রাত্রি শেষ হয় না
এই কবিতার জন্যই আমি তোমাকে অমরত্ব দিয়েছি
এই কবিতার জন্যই আমি তোমার কাছ থেকে বহুদূরে চলে গিয়েছি
তবুও এই কবিতার প্রতিটি অক্ষরকে ভালোবাসি আমি।
তুমিও ভালোবাসো নাকি!!