এখানে কবিতার জন্মভূমি
আর বেড়ে ওঠা ক্রমাগত শাসনের বিরুদ্ধে।
দেশে দেশে আগুন জ্বলছে অবিরত
কোনো সমাধানের নিয়ম নেই !
ভালো মানুষ নেই আর প্রিয়জন
কাদের জন্য এই বেঁচে থাকা ?
কি কারণেই বা হাতে হাত শূন্য
পাথরের বুকে আরো পাথর জমে সারি সারি।


বন্ধু বিদায়ের পালা আসে নতুন সাফল্য জুড়ে
তাঁকে তাড়িয়ে দিয়েছে কেউ !
এইসব রাত্রিগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি
ব্যথাভরা স্বপ্নের বিছানায়।
কবিতার জন্মভূমিতে বেড়ে উঠছি ক্রমাগত
হারাবে রাত্রি হারিয়ে যাবে তুমি
আর কোনো এক ফাগুনের জ্যোৎস্না ভরা ছায়া-বৃষ্টির রাতে হারিয়ে যাবো হঠাৎ করে
তোমাকে উপেক্ষা করে তখন বহুদূরে।