কবিতার পর কবিতা নিয়ে শব্দের গভীরতা
রক্তের চিহ্ন বিদ্রোহী পোশাকের গায়
নিশ্চিন্ন শপথের বৈধতার চ্যালেঞ্জ আছে হৃদয়ে
ঢের বেশি উপলব্ধির মায়া জাগে মানুষের
কখনও কখনও আমি তুমিহীনা প্রেম
তবুও হাত বাড়ালেই আমাদের হাত ভরে যায় প্রেমে
বিষণ্ণতার সমুদ্রের নীলান্ত সমকামনা।


খুব দুরন্ত গতিতে আমাদের চেনা শহর পেরিয়ে যায় নীরবে
যেমন ভাবে সমস্ত বাঁধা বিপত্তি সরিয়ে শহর পেরিয়ে যায় রাতের এক্সপ্রেস ট্রেন
তেমনি পেরিয়ে গেছি ভালোবাসার শহর
ভালোবাসার সেই কৃষ্ণচূড়া গাছ পেরিয়ে গেছি
আর পেরিয়ে গেছি তোমাকে - নীরবে নিভৃতে নিগাঢ়তার অন্ধকারের ছায়া ভেদ করে।


কবিতার পর কবিতা নিয়ে শব্দের গভীরতা
বিপ্লব আছে হৃদয়ে
হাত পাতলেই প্রেম ভরে যায় হাতে
কিন্তু ছুঁয়ে দেখলেই সেখানে বিষণ্ণতার বৃষ্টিতে নামে দুচোখ বেয়ে
বিস্ময়ের রাতে একটুকরো বেশি বৃষ্টি কিনে
ঘর ভেসে গেছে হৃদয়ের দূরত্ব আর মুছে যাওয়া প্রেম দিয়ে।।