সমস্ত দিন পৃথিবীর অচেনা পথে ঘুরে বেড়িয়ে
আমার হাতে সভ্যতা নাচে,
এদিক-ওদিক খুঁজে খুঁজে পাই না'তো
স্পষ্ট যুগের হৃদয়ের ভোর।


কয়েকদিন হতে আশঙ্কা ঘনায় মানুষের সম্মুখে
জেনে ও ভয় লাগে - ভয় পাই - ভয়।
নীল পাতা পরস্পরকে ভালোবাসে
আমাদের অতীত হতে স্মৃতিসৌধের সমাধির  বুকে।



কথা ছিল কোনো এক দিনে
মৃত আকাশের পূর্ণিমার চাঁদে
টের পাই মরিবার রাতে
বিকীর্ণ হয়েছিল জীবন মেঘের আড়ালে।


হয়তো কদিন লাল বনানীর পথে
সোনালি রোদ্দুরে চঞ্চল হয়েছিল জীবন
চোখের পাতাকে চিনতে পেরে :-
তখন অন্ধকারের চেনা গলি
হারিয়ে যায় ঘাস ফড়িঙের প্রেমের আনন্দে।


আবার কোনো এক দিনের শেষে
দেখা হয়েছিল প্রিয়তমার সাথে !
সবুজ ঘাসে নক্ষত্রের বিন্যাস ঘটে ;
নীল জ্যোৎস্না হাজার বছর ধরে
জাগিয়ে রেখেছিল আমার চেতনার প্রদীপ'টাকে।।