আকাশের ওই দূর সীমানায়
হৃদ ভাসে মেঘে
মন ভাসে সুখে।


ভাঙা শালিকের পালকে আতঙ্ক
ধর্ম বিসর্জন।
ধুলোয় মিশে গেছে উপমা ছিল যত
ধারাবাহিক কাহিনীর সাথে বাস্তবতার পৃথিবী
ময়ূরকন্ঠী রঙের মতো উতলা।


এক বৃষ্টি ভেজা পথ ধরে শূন্যতা নামে
নিজের নামে বিরক্তি জানানোর ভাষা থাকে না !
প্রীতি প্রীতি সৌহার্দ্য সবই অনুচিত
আর অনুচিত অব্যর্থ হৃদয়ের ভাবনা।


সূক্ষ্ম কীটের চোখে উপলব্ধি অনুরক্ত
কমপক্ষে এক হাজার মৃত্যুর সমান।


ক্রমশ এক সমুদ্রজন্ম অনুলেখ
নবজাতকের যুবরাজ
যুদ্ধের পাঠশালায় মহাবীর
এক লক্ষ সৈনিকের সমান।


পিঠের বক্রতা জুড়ে বিষণ্ণতা দুর্গম পথ
মরুময় দুর্বলতা অন্ধ শোক পুনরুক্তি
একটি নির্বাসন মানুষের পর স্বর্গযাত্তা
ক্রমশ এভাবে এগিয়ে চলছে পৃথিবী ও মানুষ।।