কঠিন বিশ্বযুদ্ধ এই বুকে
সাদা সাদা পেজা তুলোর মত।
ভালোবাসার অভিমান বনেনী মনের মধ্যে
ধার করা ফুল দিয়ে জীবন সাজানোর মতো ভয় নিয়ে এগিয়ে আসে শত্রু সেনার দল।
একটি নদীর মানচিত্র সংযোগ বিচ্ছিন্ন করে ভালোবাসার তালিকা যত শত
লাল চুলের দুর্দশা দেখলে মৃত্যুদণ্ড আসে আসামীর দলগুলোর।


ঘাসে ঘাসে পা এগোনোর পথ
কেউ হাত টেনে ভুল পথে চালায় আবার কেউ আড়ালে আগলে রাখে।
মনের সাথে দ্বন্দ্ব নেই ভালোবাসা
সমস্তটাই ভুলের চোরাবালিতে ডুবে গেছে স্মৃতির জাহাজ।
একটি জীর্ণ ঘরের জানালার দিকে তাকিয়ে মেঘের চলে যাওয়া লক্ষ্য করা ছাড়া জীবন আর কিছুই দেয়নি কখনও।
তাই বলে কোনো দুঃখ মনঃক্ষুন্ন নেই আমার
এই বেঁচে থাকায় পরম সৌভাগ্য
কেউ পায় সহজে আবার কেউ বা হারিয়ে ফেলে সরলতায়।


হৃদপিন্ডের ভিতর একশো কুড়ি কোটি দূরত্ব স্বপ্ন ছোঁয়ার !!
মৃতের শরীরে জীবিত মানুষের গন্ধ লেগে থাকে
এ এক যুদ্ধ -- যার নাম কঠিন বিশ্বযুদ্ধ।।