রাতের শেষে লাল সূর্য
ওঠে যখন প্রতিদিনে
ভরে যায় আলো চারিদিকে।
নীল আকাশের প্রতিকোণে
দিচ্ছে ঝলক প্রতিক্ষণে
সূর্য থাকার সময়েতে।
সবুজ গাছের পাতাতে
পড়ছে আলো সাতরঙে
বাড়ছে গাছ ক্ষণে ক্ষণে।
প্রখর সূর্যের লাল আলোতে
ফাটছে মাটি দুপুরবেলা
গ্রীষ্মের দিনের গরমেতে।
শীতের সকাল লাল সূর্যতে
উষ্ণ থাকার প্রয়োজনে
হচ্ছে গরম রোদে জনে জনে।
নদীতে সূর্যের লাল আলোতে
খেলছে মাছ আনন্দেতে,
বয়ছে স্রোত প্রবলবেগে।।


      ০৩/০৫/২০২০