মানুষের মানচিত্র পেতে আশ্রয়
মঙ্গল গ্রহের নাগরিক আমরা চূড়ামণি।
শহরের পথে মৃত্যুমিছিল অবনতি
আবছা দেখা যায় মানুষের ছায়া
অন্ধকার রাত্রির চিহ্ন প্রকট
হাতে মৃত্যুর দাগ রক্তের রেখা চঞ্চল
মৃত্যুর ভিতর থেকে উঠে এসে কারা যেন
শহরের পথে মৃত্যুর মিছিলে হাঁটে ....



চোখের অবিরত বেদনার ঝরনা বয়ে চলে
বিষণ্ন হৃদয় কাঁপে ....
মানুষের মানচিত্র থেকে বলছি হৃদয়ের কথা ক্রমাগত পরাজয় ধ্বংসের বার্তা নিয়ে আসে।



মানুষের মানচিত্র পেতে বিপ্লব
দুরন্ত শিশুর হেঁটে চলে যাওয়া
এক অবিনশ্বর দীর্ঘ নিঃশ্বাস বলে যায়
শত শত অভিযোগ মানুষের বিরুদ্ধে।



মানুষের জন্ম থেকে দুঃসাহস উবে যায়
শহর এক পোড়া ছাই অশুভ চিহ্ন বয়ে আনে মানুষের সম্মুখে মানুষের মানচিত্র পেতে
মৃত্যুর কানে মৃত্যুর কথা বলে যায়।।


   18/07/2023
  Abhijit Halder