মিউটিসি পরা মেয়েটি হিতৈষী
হৃদয়ের বিপরীতে অন্য হৃদপিন্ড
উপলব্ধিতে ধরা যায় হৃদ্যতা
পলাতক আসামীর হাতে হাতকড়া থেকেই যায়
আর থেকে যায় প্রহেলিকা কীটপতঙ্গদের বুকে।


এক গ্লাস ভরতি নীল মদ - অভিশাপশূন্য
পক্ষপাতের ভাষা থাকে না মিউটিসি পরা মেয়েটির জন্য
আর তা থাকে না বলেই এই পৃথিবী ঈশ্বরহীন।


অভিমান করা মানুষগুলো সব গন্তব্য বদলে ফেলে
মাছের পরিবর্তে ডাল ভাত খাই রোগ মুক্ত করতে।
কতটা জবাবহীন শব্দের স্বাধীনতা রুখতে পারে বিশ্বযুদ্ধ
কিংবা সুন্দর ফুলের নাম পরিবর্তনে কারা থাকে স্বেচ্ছাচারী !
এই পৃথিবী নশ্বর অস্তিত্ব নিরাকার সব ভাবনা
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম থেকে নেহাত দ্বন্দ্বের আঘাতে পালিয়ে যায় মনের অতল গহ্বর থেকে।


মিউটিসি পরা মেয়েটির জন্য
স্বাধীনতা আসেনি বই এর পাতায়।
অন্ধকার রাত্রির বুক চিরে বিপ্লবী আসেনি আর
কারণ মানুষের গন্তব্য বদলে গেছে...
বদলে গেছে যুদ্ধের মানচিত্রের পাতা।