মৃত্যু: মৃত্যু: মৃত্যু
সমুদ্রের গর্জন আরো বেড়ে ওঠে
তুমি শুনতে পারছো হৃদয়ের আওয়াজ ?


ঐ দূরের মাঠে পাতা ঝরে গেল নিশীথে
তুমি কি বুঝতে পেরেছো?
মানুষের জীবন চঞ্চল
স্থিরময় প্রাচীনের মায়াজাল হতে


জন্ম বেড়ে উঠুক আরো
মৃত্যু সে তো শুধুই পিরামিড
মরুভূমির জলরাশির আকাশ সীমায়
কে যেন প্রেমের জাল ফেলেছে !
তুমি তা জানো কি?


ডেকে আনো মানচিত্রকে
সেখানে ইট বালি পাথর সিমেন্ট
গড়ে তোলো তা দিয়ে বাড়ি
সমুদ্রের উপকূলে।


তুমি তা বোধ হয় পারবে
জন্মকে আরো বেশি জাগাতে ,
হৃদয়ের গোপন গহ্বরে
কার ছবি আঁকা আছে জীবনে ?


একটাই ছবি অত্যন্ত প্রিয়
নীল রঙের চোখ খুলে গেল
আমার হাতের তালুর উপরে
তারপর এখানে আসলে তুমি।


19.02.2022