মনে পড়ে একটি রাত
সাড়ে চুয়াত্তর বছরের হিসেবের চেয়েও বেশি কঠিন।
দুটি বিশ্বযুদ্ধ পার করে জীবিত প্রাণী আবার মৃত হয়ে যায়
রাত্রি নামে নীল হয়ে।
হলুদ পলাশ সন্ধ্যা বেলায় আলো হয়ে ফোটে গাছের ডালে ডালে
মনে পড়ে যায় সেই রাতের কাহিনী
যেদিন আমি প্রথম বসন্তের ফুলগুলো প্রেমিক-প্রেমিকাদের হাতে তুলে দিয়েছিলাম, সেই দিনের রাতের কথা মনে পড়ে যায়।