কাজল কালো চোখে বিপ্লব দেখেছি
বুকের ভেতর কেমন আছে অচীন পাখি!
কোথায় তাহার সন্ধান পাবো!
মনের ভিতর থেকে একশো কোটি বছরের অপেক্ষা
যদি কখনও তুমি ফিরে আসো কিংবা মুখোমুখি সামনে দাঁড়িয়ে জিগ্যেস করো কেমন আছো ?
তখন আমি এক আকাশ অভিমান নিয়ে বললো ভালো নেই
যেখানে ভালোবাসা নেই কিছু নেই
সেখানে বেঁচে থাকার অধিকার সবচেয়ে মূল্যবান।


যেখানে পথের মাঝখানে আমাকে একা দাড় করিয়ে রেখে তুমি চলে গেছো বহুদূরে সেখানে শুধুই ক্ষয় হয় তোমার আমার শত শত মনের ফুলবাগান গুলো।