এমনও মনে হয়
মুহূর্ত আসে আবার চলেও যায়
এতদিনে জীর্ণ হয়ে গেছে পুরানো পার্ক
যে কটি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে
সেই কটি মুহূর্ত আমি বাঁচতে চেয়েছিলেন
এমনও তো হয় যেমন
ইচ্ছে থাকলেও এই মুহূর্তে কাঁটাতারের ওপারে যাওয়া সম্ভব নয়
ঠিক তেমনি এক অজানা বৃষ্টিতে আমি ভিজে ছিলাম।
বইয়ের পৃষ্ঠা ধরে এগিয়ে গিয়ে জানলাম
আমি ভাঙা শব্দের কথা চিবাইলাম
আজ নয় কাল এই দিয়ে শুরু পরের অধ্যায়
আকাশের পাখিটিও বুঝে গেছে
মেঘের ব্যর্থতা বুঝি কিছু নয় !!