যদি মেঘ ভেসে যায় দুটি হৃদয়ের মাঝ-ব্যবধানে
বহুল অশ্রু-ধারার নদী হয়ে
এ সমুদ্র আকাশ মরু পাহাড় ক্ষনিকের পরিচয়
শুক্র গ্রহের মাটির বয়স জুড়ে ;-
দেখা যায় মুক্ত আলো জোনাকির হৃদয় পেতে
কবে কার ভালোবাসা হাতের মুঠোয় বন্দী হয়ে
মানুষের ব্যবধানের মানচিত্র গড়ে
শহরের জীর্ণ দেওয়ালের আস্তরণ খুলে।



এক পৃথিবী সাফল্যের মাঝেও
বহু কালের অন্ধকারের ছায়াপথ জুড়ে
প্রেমিক-প্রেমিকাদের পরিচয়
দুটি হৃদয়ের সমান্তরালে।
মুক্ত আলো  - সূর্য রশ্মি সংকেত
কয়েকটি পাতার আত্মজীবনী স্বর্ণ-রেণুর দেখা মেলে
নীল খামেদের ব্যাঘাত জুড়ে।



এই তুমি ভালোবাসার খোঁজ নিয়ে
দেখা দাও অতীত পুরুষের জীবাশ্মকে ছিন্নভিন্ন করে
মুক্ত আলো প্রাণের মাঝে সঞ্চার করে তুমি
প্রেমকে অনাদিকাল দূরে সরিয়ে রাখো
দেবতাদের চরণ ছুঁয়ে।।