মৃত্যুর হাত ধরে এগিয়ে গেছে যারা তাঁদের মধ্যে আমি একজন।
অনেক অনেক বিবাদী রক্ত জমেছে শিরায়
ব্লেডের আঘাত ছিন্নভিন্ন হয়েছে শিরা উপশিরা।
হৃদপিন্ডের ভিতর অজস্র জন্ম এবং মৃত্যু
এই কবিতার জন্যই আমি মৃত্যুদন্ড মেনে নিয়েছি আবার এই কবিতার জন্যই আমি অপমান সহ্য করেছি।


চোখের জলে বিদায়ের বন্যা
বন্ধু কেউ হয়নি!
আকাশের দিকে তাকালে মনে হয় আগুন পাখি আমার হৃদপিন্ডের ভিতর অজস্র মৃত্যু রেখা তৈরি করেছে।


পৃথিবীর সমস্ত গাছ থেকে আমি একটি করে জীবন্ত পাতা নিতে চাই :-
ভালোবাসবো বলে কিংবা অর্ধপোড়া জীবাশ্মের সন্ধান মিলিয়ে নিষ্ক্রিয় বাতিঘরের দরজা উন্মুক্ত করে এগিয়ে গিয়ে জোনাকির ঘরকে ঢেকে দেবো বলে।