একদিন পৃথিবীর সব আলো নিভে যাবে
মানুষ হারিয়ে যাবে পৃথিবী থেকে
তবুও এই বেঁচে থাকা চিরসুন্দর চিরসত্য
চলে যেতে হবে সময় এলে
তবুও এ জীবন ঢের বেশি উপলব্ধির ঢের বেশি আত্মবিশ্বাসের।


একদিন পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে
পৃথিবীর সমস্ত ভালোবাসা ক্ষয়ে যায় রজনীর শোকে
তবুও আমি আজীবন অতৃপ্ত মরুভূমি পেরিয়ে যাযাবরে পরিণত হয়েছি।
কেউ কথা রাখেনি
শহরে থেকে নিখোঁজ হয়েছে বহু পুরুষ।


একদিন পৃথিবীর পথে আমি একা
কেউ নেই দূর দূরান্তে
সবুজ ঘাসের উপর আতঙ্ক ছড়ায়
আমি নেই স্বপ্নের মায়াজাল জুড়ে মানুষের শিরদাঁড়া ক্ষয়ে গেছে মিথ্যবাদী রঙমিছিলের শাসনে।
নতুনের পথে অনন্ত ছুঁয়ে আমি আদিকাল বাঁচতে চেয়েছি শাসকের বিরুদ্ধে।
নীল পৃথিবীর দুর্দশাগ্রস্ত পাতায় আমি বিষণ্ণতার বৃষ্টিতে ভাসছি
তবুও পৃথিবীর আলোর ভিতর অন্ধকারের ছায়া
আর হৃদয়ের কথা বিলীন হয় মানুষের হেঁটে যাওয়া প্রত্যাখ্যান প্রহরে।।


© Copyright Reserved
       Abhijit Halder