নামহীন কবিতা আজন্ম প্রতিশোধ
পাপের আগুনে ঝলসানো দেহ
পোড়া ছাই পোশাক প্রদীপ আলো অন্ধকারে একাকার।
একাকী বিরহের শহরের বিপ্লব
আকাশের ছায়ার মতো হৃদয়ের কলঙ্ক মোছা শেষ
শান্ত মন শান্ত সমাজ।


পাহাড়ের গা ঘেঁষে সূর্য উদয় হয়
সাদা মেঘ ফুঁড়ে ফুঁড়ে দূরদেশে চলে যায়
মানুষ চরিত্র বদলায় কিংবা হারিয়ে যায় অভাবে কিংবা অভিমান জমিয়ে !


পাথরের বুক চিরে রক্তের প্রণালীতে নদী হয় মেরুদন্ড
কারাগারে পাঠানো বুলেট কার্টুজ বোমা গুলি সবই স্বপ্নের প্রথম রাতে হারিয়ে যায় বিপ্লবীর কাছ থেকে।
কেউ যেন বিশ্বাসঘাতকতা করেছে নামহীন ভাবে
কেউ কথা রাখেনি ফুরিয়েছে রাত ফুরিয়েছে যুদ্ধ
মুখোশের আড়ালে মানুষ চেনা যায় না !
মানুষের কথা ভাবা বৃথা
কবিতার মায়াজাল ছিন্ন করে বৃষ্টি নামে ভেজা চোখে
আর হারিয়ে যায় কচুপাতা নিরালা বনে ছাতিম ফুলের মালা দিয়ে সাজিয়ে সমাজকে পৃথিবীর মানচিত্রকে।