কবিতার মায়াজাল বুনে স্বপ্ন বানাই ঘর জুড়ে
হে আমার অপলক চোখের বিনীত আর্জি
ঠিকানা নেই পরিচয় নেই
আদিম কালের ভালোবাসা বিবর্তন
বিব্রত বোধ করি হৃদয়ে।


যে কবিতার জন্ম হয়নি মানুষের ভিড়ে
মুখরিত ছন্দপতন ঘটেছে শহরে শহরে
তুমি নয়নের জলে তেতাই ভাসিয়ে
হারিয়ে গেলে স্মৃতির মানচিত্র মেলে।


মনে হয় জীবনের কারাগারে অজস্র জন্ম ধরে বন্দী হয়েছি ভালোবাসার অপরাধে।
মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে এগিয়ে এলাম বর্ণবাদী ব্যবধানে।