মনে পড়ে জীবনের অধ্যায়গুলো
আমি ইতিহাসের শেষ পাতা হতে চেয়েছি
নিম্ন গতীর নীল নদীর মতো।
কয়েকটি লাল বইয়ের জীবন একাকী
সাদা মেঘের পরে বৃষ্টি আসে এই বাংলার সবুজ ঘাসের বিছানায়।
মাটির গন্ধ বুকের গভীরে ডুব হাতছানি স্বপ্নরাঙা পাখির পালকে রাষ্ট্রনীতি রঙ পালটাই
মানুষ বদলায় সমাজে নিষিদ্ধ শহরে।