হে আমার ঈশ্বরহীন চোখ
নিরুদ্যম ভাবনা কেন আসে না শান্তি নিয়ে!


নারী ও প্রেমের মাঝে হিয়া জেগে
কত রাত্রি না খেয়ে দিন চলে এভাবে
হেমের মাঝে শুয়ে যবে দেখি তোমারে বিভোরে
সমস্ত নারী জাতির কলঙ্ক তখন পুরুষের ছোঁয়াতে।
মৃত নক্ষত্রের সিঁথি হতে ব্যতিরেক সংসারে
কেউ মণির খোঁজে বিদ্রুপ করে
আবার কেউ ভালোবাসতে মন খোড়ে।


পৃথিবীর সমস্ত পুরুষ মারা গেলে
তাঁদের মৃতদেহ জড়িয়ে কেবলমাত্র নারীরাই কাঁদবে!
পাষান হৃদয় পোষ্যের মধ্য সমতুল্য যোগান
হে আমার ঈশ্বর ক্ষুধার্ত আলোতে অন্ধকারের ভূকম্পন।


আমরা কবুতরের চোখে বিষপান করে
অপুষ্ট হৃদয় পুষ্ট করেছি অপরাধী তরুণ ফুলে।
হে পরিণীতা মায়াবী নারী ভিন্নতা
দ্যাখো পৃথিবী তার গতিতে প্রবাহমান
চোখ যেমন খোঁজে আলোর দিশা
ঠিক তেমনই প্রেম কষাঘাত
চূর্ণ বিচূর্ণ অতীতের কঙ্কাল।।