নতুন ঠিকানাতে এসেছি আমি
এসেছি তোমার প্রেমের শহরে।
সারারাত জেগে জেগে স্টেশনের ল্যাম্পপোস্টের আলোতে, রাত্রি কাটিয়েছি চোখের কালিতে।
তুমি বড়ো হয়েছো বুঝেছো সবি
ভালোবাসা জেনেছো, জেনেছো সবি।