একটি অদ্ভুত রাতের অন্ধকারের মতো
এই জীবনের পথ চলা।
নীল বসন্ত আসেনি জীবনে
অনেক অনেক অভিমান হৃদয়ের গভীরে পুষে রাখা অবিরত।
কেউ জানে না ভালোবাসা কাকে বলে?
কেউ কথা রাখে না!
নাটকের চরিত্র মতো এগিয়ে চলেছে সমস্তকিছু
আর এগিয়ে চলেছে সমাজ পৃথিবী।


বৃষ্টিতে ভিজতে মন চাই
অজস্র জন্ম ধরে জ্বলছি প্রিয় তুমি বোঝনি আমিও বলিনি !
আমাদের এভাবেই কেটে যায় প্রহর কেটে যায় বিনিদ্র রজনী
আঙুলের ডগায় বসত গড়েছি স্বপ্নের মরু পথে।
নীল বসন্ত আসে অনেক বসন্তের ফুলগুলো ঝরে গিয়ে
তারপর মানুষের মুখের কথা কেড়ে নেয় বিষাক্ত কীটের দল
আমরা পথ হারিয়ে ফেলে অজানা স্বপ্নে।