ফুল থেকে হারিয়ে যায় নীল জোনাকি
ডানা মেলে উড়ে যায় পাখি আকাশে
কয়েকটি বসন্ত পেরিয়ে গিয়ে আবারও সন্ধ্যা নামে
হারিয়ে যাওয়া পথের মোড়ে কিংবা নদী ঘাটে। আক্ষেপের পরিবর্তে অহংকার দেখা দেয়
পলাতক রাত্রির মেরুদন্ড ভেঙ্গে যায় নীল জোনাকির আলোয়
কাছে দূরে কেউ নেই ! নির্জন বসতভূমি একাকী।


সমুদ্রের গভীরে শঙ্ক জয়
বিবৃত ইতিহাস অজানা সূএকে মানুষ মাড়িয়ে যায়
বিদ্রোহ পোশাকে স্বাধীনতা ব্যর্থ বিবর্ণ রঙ
কেউ কারো জন্য ত্যাগের ভাষা বোঝে না !
জীবন চঞ্চল এই বেঁচে থাকা চঞ্চল
কখনও নীল জোনাকি এসে দেখা দেয় জীবনে
মানুষ হারিয়ে ফেলে বিবর্তনের পথ ।


গাছ থেকে ঝরে যায় ফুল
জীবন থেকে ঝরে যায় প্রিয় ঋতু'গুলো
কারো ডাকনাম কারো উপনাম সব অতীত
কান পাতলে শোনা যায় উল্কাপাতের শব্দ।
নীল জোনাকিদের হৃদয়ে নক্ষত্রের গ্রহণ লাগে আর গ্রহণ লাগে সমস্ত গল্প উপন্যাস ও কবিতার পাতায়।


নীল জোনাকি হারিয়ে ফেলে বেঁচে থাকার পথ বিপদের চিহ্ন দীর্ঘতা পায় ; বরবাদের দাগ নীলচে
কখনো দাবানলের আগুনে ভস্মিভূত হয় বাড়িঘর
আবার কোথাও নিভে যায় দীপ
মানুষ নিষিদ্ধ পথে যেতে পারে না
এভাবেই কত রাজপথ খালি থাকে নিগূঢ় চেতনায়।।


১৩/০৮/২০২৩
Copyright Reserved