আকাশ যদি ভেজে চোখের তারায়
নীল মেঘের আড়ালে
মনের ঘরে দুঃখ জমেছে
ব্যথা পাওয়ার মতো করে।
আমি হাত বাড়িয়ে পেতে চেয়েছি
তোমার দেশের অন্নগুলো ;
নেমন্তন্ন দিয়েছো কি ?
হলুদ খামের জীর্ণ পাতায়
নাকি অভাবের তাড়নায়
কলমের কালি শেষ হয়েছে
ভাগ্যের চাকায়।
নেমন্তন্ন
এইমাত্র নেমতন্ন পেলাম আমি
পিয়নের চিঠি হাতে তুলে
চাতক পাখি ঘর ছেড়েছে
ব্যর্থ প্রেমের কাছে।