নিদ্রাহীন চোখে হারিয়ে গেছে স্বপ্নজয়ের পথ
কবিতার জন্য পৃথিবীর ভালোবাসা
কবিতার জন্য সমস্ত ত্যাগ আমাদের মাথা পেতে নেওয়া
দীর্ঘ বিশ্বাস আমাদের তবুও কোথাও যেন লেলিহান শিখা চিরন্তন পথ খোঁজে বেঁচে থাকার
ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানুষ অবিরাম ।


কবিতার স্বপ্নের ভিতর স্বাধীনতা একরাশ মহাৎসব
ভালোবাসার শেষ গান আর বিদ্রোহের পোশাকে পরাজয় লেখা
তবুও মানুষ পরাজয় খোঁজে বেঁচে থাকার
অধিকার ছেড়ে দিলে শূন্যতা আর হাওয়ার বদল ইঁটের অট্টালিকা বেড়ে সভ্যতা গড়ে।
প্রজাপতির জন্ম ধরে রাখতে পারেনি কথা মানুষ
ক্ষণিকের আলাপনে হয়ে যায় অদ্ভুত প্রেম।


বাতিল হওয়া কাগজের পাতায় ছন্নছাড়া জীবন
রাত্রিকালীন ডুবে যায় মিশরের নীলনদের গভীরতায়
তবুও নিদ্রাহীন চোখে কবিতার জন্ম হয়
সমস্ত কবিতা উৎসব আর শেষ থেকে শুরু ইতিহাস সাক্ষী থেকেছে একসময় বিলীন হয় কিংবা ক্ষয়ে যায় মানুষের ব্যস্ততা বাড়িয়ে।।


© Copyright Reserved
         23.12.2023
       Abhijit Halder