রচনাকাল - ৮ই মার্চ ২০২৩


**********************************************
দিনের সমাপ্তি ঘটে গেছে
নীল বিজ্ঞাপন ঢাকা শহরে।
এক জন্মহীন অসুখ দেদার পরাজয়
শহর আজ চূর্ণ-বিচূর্ণ সব
তাঁর মধ্যেও দেওয়ালে নীল বিজ্ঞাপন ছাপা
কখনো কখনো বৃষ্টি এসে ধুয়ে দেয় অরাজনৈতিকা।


কাদের কথা লিখবো !
মানুষের হৃদয়ান্তে বিষণ্ণ দুপুরের হাহাকার রোদ্দুর জমে আছে
আছে নাকি তা ?
কাগজে মোড়া পৃথিবীর বুকে মর্যাদা।


সময়ের কবিতা অসময়ে জীবনী
কাছে নেই বেঁচে থাকার রং তুলি
জীর্ণ গাছের দীর্ঘ ডালে পাখিদের রজনী
মৃতজীবী আকাশের তারা আর নক্ষত্রের বাতিঘর
কেনা হয়নি মেঘ, তবুও --
নীল বিজ্ঞাপন ঢাকা শহরে বৃষ্টি আসে
মানুষকে ভেজাতে, আমাকে ভেজাতে।