এ জীবন নীল ছাই
আকাশের ছায়ার সীমানা পেতে আমি পেরিয়ে যায় হৃদয়ের সীমানা। তুমি কবিতার বই পড়ো না বোধহয়! পড়লে তবে জানতে পারতে বিরহ কাকে বলে। প্রেমিকের বিরহের হিসেব রাখতে নেই, বিপ্লব আনতে গেলে বিপ্লবীদের প্রাণের ত্যাগ মায়ার হিসেব জানতে নেই
বিপ্লবীদের হিসেব রাখতে নেই।


কি হবে কবিতা লিখে
একদিন তো সেই নীল ছাই হতেই হবে
তবুও কবিতা লিখতে হয় এই পৃথিবীর জন্য
দেশের জন্য দশের জন্য।
কে কাকে বলে বিপ্লব কাকে বলে?
শহীদের ইতিহাসের শুরু থাকে শেষ থাকে না।
এই বেঁচে থাকা বিলাসিতা ছাড়াও এর এক অন্য জগৎ আছে যেখানে পৃথিবী জুড়ে ভালবাসার আন্দোলন শেখানো হয়।।