হাত বাড়িয়ে ছুঁই না আকাশ
হাতের বাহিরে অন্য এক আকাশ
বড়ো দেরি হয়ে গেছে
আমি নিঃসঙ্গ বারোমাস।


খুঁজিতে যাইনা নতুন পৃথিবী
মেঘের গায়ে রং ছড়িয়ে
স্তব্ধিত হইয়া আমি ভাবি
সময়ের সূএপাত সচ্ছলতা সজীব।


কোনো এক অজানা শহরে
আমি দিবারাত চলাচল করি
তারপর আকাশের তারা খসে পড়ে
আমার বুকের ব্যথার গভীরে।