হেমন্তের রাতের ঝড়ে আমার ঘুম
ভেঙে গেল হঠাৎ করে
রঙিন বিছানার চাদর উড়ে গেল
বারান্দার দিকে
এক নিদারুণ অভিমানের মতো করে ;
নীল পোশাকের সমারোহ
যেন আগুন জ্বলছে আমার পুরো মনের ভিতর
সবেমাত্র উঠে দাঁড়িয়ে
নক্ষত্রের জলে চোখ ভিজিয়ে
নীল মদের তিন তিনটি কাঁচের গ্লাস
ভেঙে গেল আমার হাতের মুঠোয়।
আজ রাতের ঝড়ে
আমার হৃদয় ভেঙে গেল
যা পরিমাপ করলাম ত্রিকোণমিতির সূত্রে
হৃদয় থেকে দূরের ওই মনুমেন্টের উচ্চতায়
বাইশ ডিগ্রী কোণ উৎপন্ন করে।।